Hasan Nafan Ahmed
Hasan Nafan Ahmed

@hasannafanahmed

34 تغريدة 87 قراءة Nov 15, 2022
"তারা পোশাক পরেও নগ্ন হবে।’ (মুসলিম, হাদীস নং- ৩৯৭১, মুসনাদে আহমাদ, হাদীস নং- ৮৩১১)”
যখন কেউ যিনা ব্যভিচারে লিপ্ত হয় তখন তার ঈমান থাকে না।
সহীহ বুখারী-৬৭৭২
"এমন এক যুগ আসবে, যখন মানুষ পরোয়া করবে না যে, সে কোথা হতে সম্পদ উপার্জন করল, হালাল হতে না হারাম হতে।"
সহিহ বুখারী ২০৫৯
"অনুরুপ কোন বেগানা মহিলার সাথে নির্জনে সালাত পড়াও বৈধ নয়"। (জামিউ আহকামিন নিসা, মুস্তাফা আল আদাবী ১/৩৬০)
📖
রাসূলুল্লাহ সাঃ বলেছেন, আমি পুরুষের জন্য নারীর চেয়ে বড় কোন ফিতনা রেখে যাচ্ছি না!!!!
-বুখারী, ৫০৯৬
রাসূলুল্লাহ্ (সাঃ) বলেছেন।
ভালো বন্ধুর উদাহরণ হলো আতর বিক্রেতার মতো।
হয়তো তুমি আতর কিনবে,
অথবা না কিনলেও সুগন্ধি অবশ্যই পাবে।
(সহীহ বুখারী-২১০১)
রাসূল (সাঃ) বলেছেন,
বিয়ের আগে নারী পুরুষের প্রেম ভালোবাসা হারাম।
- মুসলিমঃ ৩৩৩
পুরুষদের টাখনুর নিচে কাপড় পড়া হারাম।
(বুখারি-৫৭৮৭)
রাসুল (ﷺ) বলেন,
সে খাটি মুনাফিক, যে ঝগড়া করলে অশ্লীল ভাষা ব্যবহার করে।
[সহিহ মুসলিম :১১০]
রাসুলুল্লাহ বলেছেনঃ
এমন এক যুগ আসবে, যখন মানুষ পরোয়া করবে না যে, সে কোথা হতে সম্পদ উপার্জন করল, হালাল হতে না হারাম হতে।
সহিহ বুখারী, হাদিস নং ২০৫৯
যুদ্ধ করো, কিন্তু বিশ্বাসঘাতকতা এবং প্রতিশ্রুতি ভঙ্গ করো না
-আল হাদিস
নিশ্চয়ই আল্লাহ সুন্দর এবং তিনি সৌন্দর্যকে পছন্দ করেন
-মুসলিম
আল্লাহকে ভালোবাসার ইচ্ছা থাকলে প্রথমে মানুষকে ভালোবাসতে শেখো
আল হাদিস
ধনী হওয়া ধনের উপর নির্ভর করে না, নির্ভর করে মনের তৃপ্তির উপর
- আল হাদিস
দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অর্জন কর
-আল হাদিস
যার হাত ও জবান থেকে মানবজাতি নিরাপদ, তিনি খাঁটি মুসলমান
-আল হাদিস
বিদ্যার মতো চক্ষু আর নেই, সত্যের চেয়ে বড় তপস্যা আর নেই -
-- আল হাদিস
মানুষ বুড়ো হলেও তার দুটি জিনিস বুড়ো হয় না -ধনসম্পত্তি উপার্জনের লোভ এবং জীবনের আশা
- আল হাদিস
যে ব্যক্তি জ্ঞান অর্জনের জন্য বের হয়, সে ফিরে না আসা পর্যন্ত আল্লাহর পথে থাকে -- আল হাদিস
জ্ঞানসাধকের কলমের কালি শহিদের রক্তের চেয়ে উত্তম
-- আল হাদিস
ধনদৌলতকে মানুষের পাহারা দিতে হয়, কিন্তু জ্ঞান মানুষকে হেফাজত করে এবং মন্দ কাজ হতে বিরত রাখে --
হযরত আলি (রাঃ)
আহাম্মকের কথার প্রতিবাদ করো না, শেষে তুমিই আহাম্মক সেজে যাবে
৷ - হযরত সোলায়মান (আঃ)
ইসলামের সেবা এবং আল্লাহর আদেশকে আগামী দিনের জন্য স্থগিত রেখো না
-হযরত আবুবক্কর (রাঃ)
শাসকগণ জমিনের বুকে আল্লাহর তরফ থেকে নিয়োজিত দারোয়ান বিশেষ
-হযরত আলি (রাঃ)
আল্লাহ যাকে অল্পে তুষ্টি ও পুণ্যবতী স্ত্রী দান করেছেন, সে-ই সবচেয়ে বেশি সুখী।
-হযরত আলী (রাঃ)
অসত্যের দাপট ক্ষণস্থায়ী, কিন্তু সত্যের গৌরব চিরস্থায়ী
-হযরত সোলায়মান (আঃ)
বিনয় এমন এক সম্পদ, যা দেখে কেউ হিংসা করতে পারে না
ইমাম শাফেয়ী (রঃ)
অনুতাপে পাপ খন্ডায় আর অহমিকায় পূণ্য খন্ড হয়।
-হযরত ওমর (রাঃ)
সেবাকারী স্বগৃহে প্রত্যাবর্তন না করা পর্যন্ত বেহেস্তের পথে চলতে থাকে
মুসলিম
মন যখন যা চায়, তা-ই খাওয়া অপচয় ছাড়া কিছু নয়।
- হযরত ইমাম হোসেন (রাঃ)
জ্ঞানের অতি ক্ষুদ্রতম অংশই তোমাদের দান করা হয়েছে।
--সূরা বনি ইসরাইল
May Allah ﷻ unite us in Jannah.

جاري تحميل الاقتراحات...